কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়: চাণক্য, মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণী গণিকা। আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ। চিক্কণ নিক্বণ তৃণ কফোণী বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ। গল্পচ্ছলে: এক বণিক কয়েকশ মণ লবণ বাণিজ্য করে। মণি, মাণিক্য তার পণ্যের তালিকায় নেই। অণু নামের এক নিপুণ লাবণ্যময়ী নারী কঙ্কণ, বেণু আর বীণা হাতে নিক্বণ করে শাণ বাঁধানো ঘাটে না গিয়ে বণিকের বিপণীতে আসে। নিজ আপণে স্থাণু হয়ে বসে বন্ধু পুণ্য ও চাণক্যের সঙ্গে আলাপে ব্যস্ত তখন নিপুণ সেই বণিক। অণু পণ করেছিল, তার দেহে এক কণিকা শোণিত থাকলেও বণিকের মুখোমুখি হবে সে এবং পাণিতে থাকবে তার মুত্যুবাণ। স্বভাবতই ‘ষ’ হয়: আষাঢ় শে...
ভাল্লাগে না! যখন নিই ফোনটা হাতে নেট থাকেনা। ভাল্লাগে না! ভাল্লাগে না! ভিডিওতে লাইক পড়ে না, চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর বাড়ে না, ভাল্লাগে না! ভাল্লাগে না! সারাদিন লেখাপড়া করি কেউ দেখেনা, একটুখানি ফোন চালালে আম্মু দেয় কানটা মলে, বলে- সারাদিন ফোন আর ফোন লেখাপড়া করবি কখন? জোড় করে নেয় ফোনটা কেড়ে আমার অনুরোধ আর শোনেনা। ভাল্লাগে না! ভাল্লাগে না ভাল্লাগে না! কষ্ট করে ভিডিও বানাই কপিরাইট আর কপিরাইট খাই, ক্রিয়েটিভিটি কেমনে বাড়াই তা বুঝিনা। ভাল্লাগে না! তোমাদেরও কি এমন দশা? স্মার্টফোনের বাজে নেশা। ছেড়ে দাও ছেড়ে দাও তা না হলে বলবে শেষে- ভাল্লাগে না! কোন কিছুই .... ভাল্লাগে না!