ভাল্লাগে না!
যখন নিই ফোনটা হাতে
নেট থাকেনা।
ভাল্লাগে না!
ভাল্লাগে না!
ভিডিওতে লাইক পড়ে না,
চ্যানেলটাতে সাবস্ক্রাইব
আর বাড়ে না,
ভাল্লাগে না!
ভাল্লাগে না!
সারাদিন লেখাপড়া করি
কেউ দেখেনা,
একটুখানি ফোন চালালে
আম্মু দেয় কানটা মলে, বলে-
সারাদিন ফোন আর ফোন
লেখাপড়া করবি কখন?
জোড় করে নেয় ফোনটা কেড়ে
আমার অনুরোধ আর শোনেনা।
ভাল্লাগে না!
ভাল্লাগে না ভাল্লাগে না!
কষ্ট করে ভিডিও বানাই
কপিরাইট আর কপিরাইট খাই,
ক্রিয়েটিভিটি কেমনে বাড়াই
তা বুঝিনা।
ভাল্লাগে না!
তোমাদেরও কি এমন দশা?
স্মার্টফোনের বাজে নেশা।
ছেড়ে দাও ছেড়ে দাও
তা না হলে বলবে শেষে-
ভাল্লাগে না!
কোন কিছুই ....
ভাল্লাগে না!
Comments
Post a Comment